Skip to content Skip to sidebar Skip to footer

How to Prepare Yummy #Eggless Nutella Stuffed Cookies/এগলেস(Recipe in Bengali)

#Eggless Nutella Stuffed Cookies/এগলেস(Recipe in Bengali).

#Eggless Nutella Stuffed Cookies/এগলেস(Recipe in Bengali) You can cook #Eggless Nutella Stuffed Cookies/এগলেস(Recipe in Bengali) using 9 ingredients and 10 steps. Here is how you achieve it.

Ingredients of #Eggless Nutella Stuffed Cookies/এগলেস(Recipe in Bengali)

  1. Prepare 1/4 কাপ of বাটার।.
  2. It's 1/4 of ব্রাউন সুগার।.
  3. Prepare 1/4 চা চামচ of ভ‍্যানিলা এসেন্স।.
  4. You need 1 চা চামচ of মিল্ক।.
  5. Prepare 1/8 চা চামচ of বেকিং সোডা।.
  6. You need 1 of পিন্চ বেকিং পাউডার।.
  7. You need 1 3/4 কাপ of ময়দা।.
  8. You need 3 চামচ of চকো চিপস।.
  9. It's 6 চা চামচ of নিউটেলা।.

#Eggless Nutella Stuffed Cookies/এগলেস(Recipe in Bengali) step by step

  1. একটি মিক্সিং বোওল এ বাটার, ব্রাউন সুগার,ভ‍্যানিলা এসেন্স একসাথে মিক্সড্ করে,অল্প অল্প করে মিল্ক মিক্সড্ করে নেব।.
  2. ময়দা,বেকিং পাউডার, বেকিং সোডা স্টেইনার এ ছেঁকে বাটার-সুগার এর মিশ্রণে অল্প অল্প করে মিক্সড্ করে নিয়ে ডো বানিয়ে নেব।.
  3. এরপর ডো এর মধ্যে চকো চিপস মিক্সড্ করে 30মিনিট ফ্রিজ এ রেখে দেব।.
  4. এবার একটি বাটার পেপার এর উপর 6 চা চামচ নিউটেলা বল করে 30মিনিট এর জন‍্য ফ্রিজ এ রাখবো।.
  5. ডো গুলি 6টি ভাগে লেচির মতো করে মাঝখানে নিউটেলা বলের পুর ভরে চ‍্যাপ্টা করে নেব ও উপর থেকে চকো চিপস লাগিয়ে নেব।.
  6. এরপর একটি প্লেটের উপর বেকিং পেপার দিয়ে বিস্কিট গুলো গ‍্যাব দিয়ে সাজিয়ে নেব।.
  7. এরপর কড়ায় নুন দিয়ে উপরে স্ট‍্যান্ড বসিয়ে প্রি হিট করে নেব 7-8মিনিট।.
  8. এরপর বিস্কিট এর প্লেট টি প্রি হিট করে রাখা কড়ায় বসিয়ে 20মিনিট বেক্ করে নেব।.
  9. 20মিনিট পর বেক হয়ে গেলে গ্লোডেন কালার হয়ে গেলে নাবিয়ে নেব।.
  10. এরপর সার্ভ করবো এগলেস্ নিউটেলা স্টাফড্ কুকিজ্।.

Post a Comment for "How to Prepare Yummy #Eggless Nutella Stuffed Cookies/এগলেস(Recipe in Bengali)"